জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের বিশ্বস্ত সহযোগী

National Online Service Point- 01894801240 (WhatsApp)

📄 জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদপত্র সংশোধন- ২০২৫

(Provisional Certificate Correction-2025)

🛠️ সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে নাম সংশোধনের সহজ প্রক্রিয়া!

📢 আপনার কি সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্রে নাম ভুল রয়েছে?
🔍 চিন্তার কিছু নেই! জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই এই ভুলগুলো সংশোধন করতে পারবেন।

🛠️ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্ট সংশোধনের নিয়ম ও ধাপ (২০২৫)

আপনার সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ইত্যাদিতে নাম বা তথ্য ভুল থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ধাপে ধাপে সংশোধন করতে হয়।

📋 ধাপে ধাপে সংশোধনের নিয়মাবলি:

1️⃣ রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র সংশোধন ছাড়া সরাসরি সনদপত্র বা নম্বরপত্র সংশোধন করা যায় না।
🔄 প্রথম ধাপে শেষ বর্ষের রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সংশোধন করতে হবে

2️⃣ রেজিস্ট্রেশন সংশোধনের পরেই সনদপত্র, নম্বরপত্র ও প্রবেশপত্র একসাথে সংশোধন করা যাবে।
📄 এই তিনটি ডকুমেন্ট একইসাথে সংশোধনের জন্য আবেদন করা যাবে।

3️⃣ রেজাল্ট প্যানেল (Online Result) আলাদাভাবে সংশোধন করতে হয়।
🌐 ডকুমেন্ট সংশোধনের পর রেজাল্ট ওয়েবসাইটেও নাম সংশোধনের জন্য আলাদা আবেদন করতে হবে।

4️⃣ এসএসসি ও এইচএসসি সনদপত্রে ভুল থাকলে আগে সেগুলো সংশোধন করতে হবে।
📘 কারণ বিশ্ববিদ্যালয় ডকুমেন্টগুলোতে তথ্য বোর্ড সনদ অনুযায়ী মিলে থাকতে হবে।

5️⃣ মাস্টার্স সনদ সংশোধনের জন্য ডিগ্রি/অনার্স ও মাস্টার্স ১ম পর্বের সনদ সংশোধন করা বাধ্যতামূলক।
🎓 একধাপ বাদ দিয়ে সরাসরি শেষ ধাপ সংশোধন করা যাবে না।

⚖️ বি.দ্র:

✍️ নাম সম্পূর্ণ পরিবর্তন করতে চাইলে এফিডেভিট (Affidavit) বাধ্যতামূলক।
🔏 আদালতের হলফনামা সংযুক্ত না করলে নামের বড় ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।

ফি (ব্যাংক ড্রাফট)

৳ ৫০৩/-

মূল সনদের আবেদনে আপনাকে ৫০৩/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

অনলাইন আবেদন ফি ৳২০০

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Provisional Certificate-জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ
Provisional Certificate-জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ

সরাসরি কল করুন
+8801894-801240 অথবা +8801894801240 (WhatsApp)