📄 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদের ডুপ্লিকেট (Duplicate Original Certificate)
✅ প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:
📝 আবেদনপত্র (নির্ধারিত ফরমে):
নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষরসহ) আবশ্যক।
🆔 রেজিস্ট্রেশন কার্ড (Registration Card)
🎫 প্রবেশপত্র (Admit Card)
📑 নম্বরপত্র (Marksheet / Grade Sheet)
🧾 থানায় করা সাধারণ ডায়েরি (GD Copy):
সনদ হারানোর প্রমাণ স্বরূপ।
📰 হারানো বিজ্ঞপ্তির কপি (Newspaper Advertisement):
যেকোনো জাতীয় বা স্থানীয় পত্রিকায় সনদ হারানোর বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটির কপি সংযুক্ত করতে হবে।
ফি (ব্যাংক ড্রাফট)
৳ ৮১০/-
মূল সনদের আবেদনে আপনাকে ৮১০/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।
অনলাইন আবেদন ফি ৳২০০
আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন
📄 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদের ডুপ্লিকেট (Duplicate Original Certificate) উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
যদি মূল সনদ হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ডুপ্লিকেট মূল সনদের জন্য আবেদন করতে পারবেন। এজন্য নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হয়:
কিছু সাধারণ প্রশ্নসমূহ
ডুপ্লিকেট মূল সনদ উত্তোলণ করতে কত দিন সময় লাগে?
উত্তরঃ সাধারণত ২০-৩০ দিন সময় লাগে তবে ২০-৩০ দিনের মধ্যেই পাবেন এই ধরনের কোন প্রকার লিখিত নীতিমালা বা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় নি এক্ষেত্রে ১ মাসের অধিক সময় লাগলে আমাদের দেওয়া তথ্যকে ভূল তথ্য হিসেবে গ্রহন করলে তাহা গ্রহণ যোগ্য নহে কারণ সার্টিফিকেট দেওয়া এবং না দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের একান্ত প্রাতিষ্ঠানিক বিষয়।। তবে প্রফেশনাল কোর্স কিংবা হাতে লেখা সার্টিফিকেটর ক্ষেত্রে ২-৩ মাসও লেগে যেতে পারে।
আমার আর্জেন্ট (১৫-২০ দিনের মধ্যে) মূল সনদ লাগবে। সেক্ষেত্রে করণীয় কি?
উত্তরঃ ইমার্জেন্সী ১৫-২০ দিনের মধ্যেও উত্তোলন সম্ভব। সঠিক গাইডলাইন পেতে যোগাযোগ করুন।
আমি নিজে না গিয়ে আমার সনদপত্র অন্য কাওকে দিয়ে উঠাতে পারবো?
উত্তরঃ জ্বি পারবেন। এই জন্য আমার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।


Only for Message
+8801721996660 (WhatsApp)
© 2025. All rights reserved NU Service BD
Have a Questions
Quick Links
Transcript
Name Correction
Dublicate Certificate
