📄 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদপত্র সংশোধন- ১৯৯৩ থেকে ২০২৫ (Main Certificate Correction-1993 to 2025)

🛠️ সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে নাম সংশোধনের সহজ প্রক্রিয়া!

📢 আপনার কি সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্রে নাম ভুল রয়েছে?
🔍 চিন্তার কিছু নেই! জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই এই ভুলগুলো সংশোধন করতে পারবেন।

🛠️ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্ট সংশোধনের নিয়ম ও ধাপ (২০২৫)

আপনার সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ইত্যাদিতে নাম বা তথ্য ভুল থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ধাপে ধাপে সংশোধন করতে হয়।

📋 ধাপে ধাপে সংশোধনের নিয়মাবলি:

1️⃣ রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র সংশোধন ছাড়া সরাসরি সনদপত্র বা নম্বরপত্র সংশোধন করা যায় না।
🔄 প্রথম ধাপে রেজিস্ট্রেশন কার্ড ও পরবর্তীতে শেষ বর্ষের এডমিট কার্ড সংশোধন করতে হবে

2️⃣ রেজিস্ট্রেশন সংশোধনের পরেই প্রবেশপত্র, সনদপত্র, নম্বরপত্র ও সংশোধন করা যাবে।

3️⃣ রেজাল্ট প্যানেল (Online Result) আলাদাভাবে সংশোধন করতে হয়।
🌐 ডকুমেন্ট সংশোধনের পর রেজাল্ট ওয়েবসাইটেও নাম সংশোধনের জন্য আলাদা আবেদন করতে হবে।

4️⃣ এসএসসি ও এইচএসসি সনদপত্রে ভুল থাকলে আগে সেগুলো সংশোধন করতে হবে।
📘 কারণ বিশ্ববিদ্যালয় ডকুমেন্টগুলোতে তথ্য বোর্ড সনদ অনুযায়ী মিল থাকতে হবে।

5️⃣ মাস্টার্স সনদ সংশোধনের জন্য ডিগ্রি/অনার্স ও মাস্টার্স ১ম পর্বের সনদ সংশোধন করা বাধ্যতামূলক।
🎓 একধাপ বাদ দিয়ে সরাসরি শেষ ধাপ সংশোধন করা যাবে না।

⚖️ বি.দ্র:

✍️ নাম সম্পূর্ণ পরিবর্তন করতে চাইলে এফিডেভিট (Affidavit) বাধ্যতামূলক।
🔏 আদালতের হলফনামা সংযুক্ত না করলে নামের বড় ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।

ফি (ব্যাংক ড্রাফট)

৳ 710/-

মূল সনদের আবেদনে আপনাকে 710/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Message / Call
+8801721996660 (WhatsApp)

কিছু সাধারণ প্রশ্নসমূহ

  • মূল সনদ উত্তোলণ করতে কত দিন সময় লাগে?

উত্তরঃ উপরোক্ত বর্ণিত ধাপগুলো সম্পূর্ণ হওয়া পর সাধারণত ২০-৩০ দিন সময় লাগে। তবে ২০-৩০ দিনের মধ্যেই পাবেন এই ধরনের কোন প্রকার লিখিত নীতিমালা বা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় নি এক্ষেত্রে ১ মাসের অধিক সময় লাগলে আমাদের দেওয়া তথ্যকে ভূল তথ্য হিসেবে গ্রহন করলে তাহা গ্রহণ যোগ্য নহে কারণ সার্টিফিকেট দেওয়া এবং না দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের একান্ত প্রাতিষ্ঠানিক বিষয়।

  • আমি SSC, HSC কিংবা অনার্সের এডমিট, রেজিস্ট্রেশন সংশোধন না করেই আমি কি মূল সনদের জন্য আবেদন করতে পারবো?

উত্তরঃ না। কারণ এক ধাপ বাদ দিয়ে অন্য ধাপে যেতে পারবেন না। সঠিক গাইডলাইন পেতে যোগাযোগ করুন। 

  • আমি নিজে না গিয়ে আমার সনদপত্র অন্য কাওকে দিয়ে উঠাতে পারবো?

উত্তরঃ জ্বি পারবেন। এই জন্য আমার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

বি:দ্র: https://nuservicebd.com” জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নয় এবং এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা বা স্টাফ দ্বারা পরিচালিত নয়। ওয়েবসাইটটি একটি অনলাইন সেবা পোর্টাল।