📄 জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদপত্র সংশোধন- ২০২৫

(Provisional Certificate Correction-2025)

🛠️ সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে নাম সংশোধনের সহজ প্রক্রিয়া!

📢 আপনার কি সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্রে নাম ভুল রয়েছে?
🔍 চিন্তার কিছু নেই! জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই এই ভুলগুলো সংশোধন করতে পারবেন।

🛠️ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্ট সংশোধনের নিয়ম ও ধাপ (২০২৫)

আপনার সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ইত্যাদিতে নাম বা তথ্য ভুল থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ধাপে ধাপে সংশোধন করতে হয়।

📋 ধাপে ধাপে সংশোধনের নিয়মাবলি:

1️⃣ রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র সংশোধন ছাড়া সরাসরি সনদপত্র বা নম্বরপত্র সংশোধন করা যায় না।
🔄 প্রথম ধাপে শেষ বর্ষের রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সংশোধন করতে হবে

2️⃣ রেজিস্ট্রেশন সংশোধনের পরেই সনদপত্র, নম্বরপত্র ও প্রবেশপত্র একসাথে সংশোধন করা যাবে।
📄 এই তিনটি ডকুমেন্ট একইসাথে সংশোধনের জন্য আবেদন করা যাবে।

3️⃣ রেজাল্ট প্যানেল (Online Result) আলাদাভাবে সংশোধন করতে হয়।
🌐 ডকুমেন্ট সংশোধনের পর রেজাল্ট ওয়েবসাইটেও নাম সংশোধনের জন্য আলাদা আবেদন করতে হবে।

4️⃣ এসএসসি ও এইচএসসি সনদপত্রে ভুল থাকলে আগে সেগুলো সংশোধন করতে হবে।
📘 কারণ বিশ্ববিদ্যালয় ডকুমেন্টগুলোতে তথ্য বোর্ড সনদ অনুযায়ী মিলে থাকতে হবে।

5️⃣ মাস্টার্স সনদ সংশোধনের জন্য ডিগ্রি/অনার্স ও মাস্টার্স ১ম পর্বের সনদ সংশোধন করা বাধ্যতামূলক।
🎓 একধাপ বাদ দিয়ে সরাসরি শেষ ধাপ সংশোধন করা যাবে না।

⚖️ বি.দ্র:

✍️ নাম সম্পূর্ণ পরিবর্তন করতে চাইলে এফিডেভিট (Affidavit) বাধ্যতামূলক।
🔏 আদালতের হলফনামা সংযুক্ত না করলে নামের বড় ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।

ফি (ব্যাংক ড্রাফট)

৳ 700/-

মূল সনদের আবেদনে আপনাকে 700/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Provisional Certificate-জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ
Provisional Certificate-জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ

Message / Call
+8801721996660 (WhatsApp)