📑 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশীট (Duplicate Marksheet) উত্তোলনের নিয়ম – 2025

আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নম্বরপত্র (Marksheet) হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে?
তাহলে নির্ধারিত নিয়মে আবেদন করে ডুপ্লিকেট কপি সংগ্রহ করা যাবে খুব সহজেই।

📌 প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:

1️⃣ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র
 📋 নির্ধারিত ফরমে পূরণ করতে হবে
 📷 নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত থাকতে হবে

2️⃣ রেজিস্ট্রেশন কার্ড (NU কর্তৃক ইস্যুকৃত)

3️⃣ প্রবেশপত্র / পূর্বের নম্বরপত্রের কপি (যদি থেকে থাকে)

4️⃣ থানায় সাধারণ ডায়েরি (জিডি)
 📄 হারানোর তথ্য উল্লেখ করে থানায় জিডি করতে হবে

5️⃣ হারানো বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা কপি
 📰 যে কোনো জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেটির কপি সংযুক্ত করতে হবে

6️⃣ মূল কপি জমা দেওয়ার নির্দেশনা
 ✅ দ্বি-নকল মার্কশীট সংগ্রহের সময় জিডির মূল কপি ও পত্রিকার মূল পৃষ্ঠা জমা দিতে হবে

কিছু সাধারণ প্রশ্নসমূহ

ফি (ব্যাংক ড্রাফট)

৳ ৮০০/-

মূল সনদের আবেদনে আপনাকে ৮০০/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশীট ২য় বার উত্তোলণ করতে কত দিন সময় লাগে?

উত্তরঃ সাধারণত ২০-২৫ দিন সময় লাগে।

  • আমি নিজে না গিয়ে আমার সনদপত্র অন্য কাওকে দিয়ে উঠাতে পারবো?

উত্তরঃ জ্বি পারবেন। এই জন্য আমার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Only for Message
+8801721996660 (WhatsApp)