
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ট্রান্সফার (TC)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ট্রান্সফার (TC)
৳200.00
✅ কলেজ ট্রান্সফারের কারণ হতে পারে:
পরিবার স্থানান্তর (Family Transfer)
স্বাস্থ্যগত সমস্যা
চাকরি বা দায়িত্ব পরিবর্তন
ব্যক্তিগত বিশেষ কারণ
📂 প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা (Required Documents):
1️⃣ সুপারিশসহ আবেদনপত্র
কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্রটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমেটে পূরণ করতে হবে।
2️⃣ পাসপোর্ট সাইজের ছবি
সদ্য তোলা একটি পাসপোর্ট সাইজ ছবি
কলেজ অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত
3️⃣ পরিচয়পত্র/জন্মসনদ
যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করতে হবে:
শিক্ষার্থী, পিতা ও মাতার ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি
অথবাশিক্ষার্থীর জন্মসনদের সত্যায়িত কপি (যদি ভোটার আইডি না থাকে)
4️⃣ রেজিস্ট্রেশন কার্ড (মূল কপি)
5️⃣ এসএসসি ও এইচএসসি সনদপত্র
সত্যায়িত ফটোকপি আবশ্যক
6️⃣ বোর্ড সংশোধনের কাগজপত্র
যদি এসএসসি বা এইচএসসি সনদ সংশোধিত হয়, তাহলে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক ইস্যুকৃত সংশোধনপত্র (Correction Letter) দিতে হবে।
7️⃣ ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে (যদি প্রযোজ্য হয়)
ধর্ম পরিবর্তন করলে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত এফিডেভিট (Affidavit) বাধ্যতামূলক।
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:
কলেজ ট্রান্সফারের আগে অবশ্যই বর্তমান কলেজের অধ্যক্ষের সুপারিশ নিতে হবে।
আবেদনপত্রে সব তথ্য নির্ভুল ও পরিষ্কারভাবে পূরণ করতে হবে।
নতুন কলেজে ভর্তির আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সফার অনুমোদন নিশ্চিত করতে হবে।
Services
Providing essential services for NU students efficiently.
Call or e-mail for Support
+8801721996660
© 2025. All rights reserved National Online Service Point