🎫 জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বি-নকল প্রবেশপত্র (Duplicate Admit Card) গ্রহণের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র

যদি আপনার মূল প্রবেশপত্র (Admit Card) হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্বি-নকল প্রবেশপত্র সংগ্রহের জন্য নিচের কাগজপত্র সংগ্রহ করে আবেদন করতে হবে।

📄 প্রয়োজনীয় কাগজপত্র:

1️⃣ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র
(নির্ধারিত ফরমে, নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি লাগানো থাকতে হবে)

2️⃣ রেজিস্ট্রেশন কার্ড (Registration Card)

3️⃣ পূর্বের প্রবেশপত্র (যদি থাকে)

4️⃣ থানায় করা সাধারণ ডায়েরি (GD)

5️⃣ জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হারানো বিজ্ঞপ্তি

6️⃣ বিশেষ নির্দেশনা:
দ্বি-নকল প্রবেশপত্র গ্রহণের সময় থানার জিডি ও পত্রিকায় প্রকাশিত হারানোর বিজ্ঞপ্তির মূল কপি জমা দিতে হবে।

কিছু সাধারণ প্রশ্নসমূহ

ফি (ব্যাংক ড্রাফট)

৳ ৮০০/-

মূল সনদের আবেদনে আপনাকে ৮০০/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

  • মূল সনদ উত্তোলণ করতে কত দিন সময় লাগে?

উত্তরঃ সাধারণত ২০-৩০ দিন সময় লাগে তবে ২০-৩০ দিনের মধ্যেই পাবেন এই ধরনের কোন প্রকার লিখিত নীতিমালা বা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় নি এক্ষেত্রে ১ মাসের অধিক সময় লাগলে আমাদের দেওয়া তথ্যকে ভূল তথ্য হিসেবে গ্রহন করলে তাহা গ্রহণ যোগ্য নহে কারণ সার্টিফিকেট দেওয়া এবং না দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের একান্ত প্রাতিষ্ঠানিক বিষয় । তবে প্রফেশনাল কোর্স কিংবা হাতে লেখা সার্টিফিকেটর ক্ষেত্রে ২-৩ মাসও লেগে যেতে পারে।

  • আমার আর্জেন্ট (১৫-২০ দিনের মধ্যে) মূল সনদ লাগবে। সেক্ষেত্রে করণীয় কি?

উত্তরঃ ইমার্জেন্সী ১৫-২০ দিনের মধ্যেও উত্তোলন সম্ভব। সঠিক গাইডলাইন পেতে যোগাযোগ করুন।

  • সাময়িক সনদ নেই। আমি কি মূল সনদের জন্য আবেদন করতে পারবো?

উত্তরঃ না। কারণ মূল সনদ নেয়ার সময় অবশ্যই সাময়িক সনদ জমা দিতে হবে। জরুরী হলে অথবা সঠিক গাইডলাইন পেতে যোগাযোগ করুন। 

  • আমি নিজে না গিয়ে আমার সনদপত্র অন্য কাওকে দিয়ে উঠাতে পারবো?

উত্তরঃ জ্বি পারবেন। এই জন্য আমার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Message / Call
+8801721996660 (WhatsApp)