জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র সংশোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র সংশোধন

৳200.00

প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা (Required Documents):

  1. 📝 আবেদনপত্র/ফরম (নির্ধারিত ফরমে):

    • পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে।

    • আবেদনপত্রে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষরসহ) থাকতে হবে।

  2. 🆔 রেজিস্ট্রেশন কার্ড (সংশোধিত কপি)

  3. 🎫 ভুল প্রবেশপত্র (Admit Card)

  4. 📘 এসএসসি ও এইচএসসি সনদপত্র (সংশোধিত কপি):

    • তথ্য সংশোধনের প্রমাণ হিসেবে ফটোকপি জমা দিতে হবে।

  5. 🏛️ বোর্ড কর্তৃক সংশোধনের চিঠি:

    • যদি এসএসসি/এইচএসসি-তে নাম বা জন্মতারিখ সংশোধন করা হয়ে থাকে, তার প্রমাণ হিসেবে সংযুক্ত করতে হবে।

  6. 🆔 জাতীয় পরিচয়পত্র (NID):

    • শিক্ষার্থীর এবং যার নাম সংশোধন করতে হবে (যদি অভিভাবকের তথ্য সংশোধন হয়) উভয়ের জাতীয় পরিচয়পত্র প্রয়োজন।

  7. 📆 সময়সীমা:

  8. ⚖️ মাস্টার্স শিক্ষার্থীদের জন্য:

    • সম্পূর্ণ নাম পরিবর্তন বা বড় ধরনের সংশোধনের ক্ষেত্রে এফিডেভিট (Affidavit) বাধ্যতামূলক।